বাংলাদেশের বস্ত্র ও পোশাক খাতে ২৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে হংকংভিত্তিক প্রতিষ্ঠান হানডা ইন্ডাস্ট্রিজ কোম্পানি।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে কোম্পানিটির চেয়ারম্যান হান চুন এই ঘোষণা দেন।
প্রাথমিকভাবে হানডা ১৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগের পরিকল্পনা করলেও, সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় তা বাড়িয়ে ২৫০ মিলিয়নে উন্নীত করেছে। এ বিনিয়োগের আওতায় তিনটি কারখানা গড়ে তোলা হবে— যার মধ্যে দুটি হবে গার্মেন্টস প্রসেসিং ইউনিট এবং একটি নিটিং ও ডায়িং ইউনিট। প্রকল্পটি বাস্তবায়িত হলে ২৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
হান চুন জানান, বিডা, বেজা ও বেপজার সহযোগিতা এবং উৎসাহের ফলেই তারা বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেন, “আমরা সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে বাংলাদেশের টেক্সটাইল খাতে নতুন মাত্রা যোগ করতে চাই।”
প্রধান উপদেষ্টা ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়াতে আপনি নেতৃত্ব দিন। অন্যদেরও উৎসাহিত করুন।”
প্রথম ধাপে ৮০ মিলিয়ন ডলারের একটি গার্মেন্টস কারখানা মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে স্থাপন করা হবে, যার জমি ইজারার চুক্তি আগামীকাল (বুধবার) স্বাক্ষরিত হবে। পরবর্তী ধাপের কাজ ২০২৫ সালের মধ্যে শেষ হওয়ার আশা করা হচ্ছে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ, বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল জিয়াউর রহমান, এবং হানডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট হেং জেলি।
মন্তব্য করুন