জুলাই সনদের খসড়ায় একমত বিএনপি, নারীদের জন্য ধাপে ধাপে আসন বরাদ্দের প্রস্তাব
স্টাফ রিপোর্টার
ঢাকা ● ২৯ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই সনদের খসড়া নিয়ে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, খসড়ায় উল্লিখিত দুই বছরের মধ্যে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারকে বিএনপি সমর্থন করে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ২১তম দিনের আলোচনা সভার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
‘খসড়ায় আমরা মোটামুটি একমত’
সালাহউদ্দিন আহমদ বলেন—
“আমরা যে খসড়াটি পেয়েছি, সেটা হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’ নামে একটি খসড়া। ভূমিকা ও বিস্তারিত বিষয়গুলো এখনো যুক্ত হয়নি। তবে মূল কাঠামোর সঙ্গে আমরা মোটামুটি একমত। কিছু শব্দ ও বাক্য গঠনে পরিবর্তনের প্রস্তাব দিতে পারি, তা কাল কমিশনের কাছে জমা দেব।”
তিনি আরও বলেন,
“সংবিধানে যত বেশি কিছু যুক্ত করা হবে, তত বেশি তা জটিল হয়ে পড়বে। তাই আমরা চাই, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আইন প্রণয়নের মাধ্যমে পদক্ষেপ নেওয়া হোক, যাতে প্রয়োজনে আইন সংশোধন করা সহজ হয়।”
নারীর অংশগ্রহণ বাড়াতে ধাপে ধাপে উদ্যোগ
বিএনপির পক্ষ থেকে নারী প্রতিনিধিত্ব প্রসঙ্গেও সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন বলেন—
“আমরা প্রস্তাব করেছি, পরবর্তী নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১৫টি আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে। তার পরবর্তী নির্বাচনে তা ১০ শতাংশে উন্নীত করা হবে। আমাদের অবস্থান, নারীরা যেন সরাসরি নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন। তবে সমাজের বাস্তবতা বিবেচনায় আমরা ধাপে ধাপে অগ্রসর হতে চাই।”
কার্যকর রাষ্ট্র পরিচালনায় ‘চেক অ্যান্ড ব্যালান্স’
সংবিধানের প্রয়োগ ও রাষ্ট্র পরিচালনায় নির্বাহী বিভাগের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন—
“কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সক্রিয় নির্বাহী বিভাগ প্রয়োজন। তবে সেই বিভাগকে ‘চেক অ্যান্ড ব্যালান্স’-এর মধ্যে রাখার জন্য প্রাতিষ্ঠানিক কাঠামো ও আইনি প্রক্রিয়া থাকতে হবে।”
খসড়ার প্রতিক্রিয়া আজই জমা দিতে পারে বিএনপি
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খসড়ার বিষয়ে আলোচনা ও পর্যালোচনার পর সংশোধনী প্রস্তাব আজই বা আগামীকাল জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া হবে।
মন্তব্য করুন