মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবি ছাত্রনেতা বাবুর, সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড়
স্টাফ রিপোর্টার
মতলব উত্তর ● ২৯ জুলাই ২০২৫
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মসজিদের বিদ্যুৎ বিল মওকুফের দাবিতে লিখিত আবেদন করেছেন গজরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বাবু।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর আবেদনপত্র জমা দেন। আবেদনপত্রে তিনি উল্লেখ করেন,
“মসজিদ কেবল ইবাদতের স্থান নয়, এটি একটি নৈতিক ও মানবিক শিক্ষাকেন্দ্র। অথচ সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ বহন করতে গিয়ে অনেক মসজিদ কমিটি চরম আর্থিক সংকটে পড়েছে। তাই সমাজের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বিদ্যুৎ বিল মওকুফ করা জরুরি।”
সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া
আবেদনের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসার ঝড় ওঠে। অনেকেই এই উদ্যোগকে যুগোপযোগী ও বাস্তবধর্মী বলে মন্তব্য করছেন।
স্থানীয় নাগরিক মো. আব্দুল জলিল মন্তব্য করেন—
“নিঃসন্দেহে ভালো কাজ। যদি সফল হন, তবে মতলব উত্তরে স্মৃতি স্মারক হয়ে থাকবেন আজীবন, আর দোয়া তো পাবেনই, সদকা-জারিয়া হিসেবে মৃত্যুর পরও তা বহাল থাকবে।”
আরেকজন মন্তব্যকারী মোহাম্মদ বিন মোফাজ্জল লেখেন—
“ভালো কাজ করলে মানুষ আপনাকে পছন্দ করবেই—হোক তা রাজনীতি বা ব্যক্তিগত উদ্যোগ। এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ। শুভ কামনা রইল।”
বাবুর বক্তব্য
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরিফুল ইসলাম বাবু বলেন—
“আমি বিশ্বাস করি, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আমাদের সমাজের আত্মিক ভিত্তি। বিদ্যুৎ বিলের বোঝা কমানো গেলে এসব প্রতিষ্ঠান আরও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি কারও উপকারে আসে, সেটাই আমার প্রাপ্তি।”
প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান
এই দাবি ঘিরে স্থানীয় মুসল্লি, ধর্মপ্রাণ জনগণ ও সচেতন নাগরিকদের মধ্যে এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে। অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি জানিয়েছেন, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন।
মন্তব্য করুন