অনুপস্থিতি, অসদাচরণ ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত
স্টাফ রিপোর্টার
ঢাকা ● ২৯ জুলাই ২০২৫
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, সরকারের নির্দেশ অমান্য করা, এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়াসহ বিভিন্ন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, ধনঞ্জয় কুমার দাস ২০২৪ সালের ৩১ আগস্ট বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের পরিচালক পদে দায়িত্বপ্রাপ্ত হন। কিন্তু দায়িত্বগ্রহণের পরদিন, ৩ সেপ্টেম্বর থেকে তিনি বিনা অনুমতিতে দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(বি) ধারা অনুযায়ী এটি ‘পলায়ন’-এর সংজ্ঞায় পড়ে।
এছাড়া, সরকারের আইনগত নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগ আনা হয়। একইসঙ্গে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী মন্তব্য ও পোস্ট দেওয়ায় সরকারি কর্মচারী আচরণ বিধিমালার লঙ্ঘনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
এইসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয় এবং তদন্ত শেষে ‘পলায়ন’ ও ‘অসদাচরণ’—এই দুই অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। যদিও রাষ্ট্রদ্রোহ বা নাশকতা–সংক্রান্ত কোনো অভিযোগের প্রমাণ মেলেনি।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, ধনঞ্জয় কুমার দাসকে দুই দফা কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। পরে তদন্ত প্রতিবেদন ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের ভিত্তিতে তাকে ‘চাকরি হতে বরখাস্ত’ শাস্তি প্রদান করা হয়। বরখাস্তের এই আদেশ ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর থেকেই কার্যকর ধরা হয়েছে।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ধনঞ্জয় কুমার দাস স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আলোচিত কর্মকর্তা ছিলেন। তার বিরুদ্ধে অতীতেও ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল, যা গণমাধ্যমে আলোচিত হয়।
মন্তব্য করুন