Fahim hassan
২৯ জুলাই ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬১ জন

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

সাবেক আইজিপি মামুনের চাঞ্চল্যকর জবানবন্দি: “লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন”

স্টাফ রিপোর্টার:

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় এ বছরের ২৪ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দেওয়া তার জবানবন্দিতে উঠে এসেছে একাধিক ভয়াবহ তথ্য।

পাঁচ পৃষ্ঠার জবানবন্দিতে তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অনিয়ম, গুম-খুন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন দমন নিয়ে বিস্ময়কর সব তথ্য তুলে ধরেছেন।

গোপন বৈঠক ও রাজনৈতিক নির্দেশনা

মামুন জানান, “২০১৯ সালের ১৯ জুলাই থেকে প্রায় প্রতিরাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় গোপন বৈঠক হতো। ওই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই সচিব, এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবির হারুন অর রশীদ, র‍্যাবের ডিজি, আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসানসহ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা।”

এই বৈঠক থেকেই আন্দোলন দমনের সব ধরনের নির্দেশনা ও কৌশল নির্ধারণ করা হতো বলে দাবি করেছেন মামুন।

সমন্বয়কদের আটক ও মানসিক নির্যাতন

জবানবন্দিতে মামুন বলেন, “কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আন্দোলনের ছয় সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। সেখানেই তাদের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আন্দোলন থেকে সরে আসার চাপ দেওয়া হয়। গণমাধ্যমে বিবৃতি দেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হয়।”

তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোয়েন্দা শাখার তৎকালীন প্রধান হারুন অর রশীদের গ্রহণযোগ্যতা এতটাই বেশি ছিল যে, মন্ত্রী তাকে ‘জনাব হারুন’ বলে সম্বোধন করতেন।

হেলিকপ্টার থেকে গুলির পরিকল্পনা

মামুনের ভাষ্য অনুযায়ী, আন্দোলনকারীদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করতে হেলিকপ্টার থেকে নজরদারি ও গুলির গোপন পরিকল্পনা করা হয়। এর মূল পরিকল্পনাকারী ছিলেন তৎকালীন র‍্যাব মহাপরিচালক হারুন অর রশীদ।

লেথাল উইপন ব্যবহারে প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা

তিনি বলেন, “আন্দোলন প্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড ও লেথাল উইপন ব্যবহারের নির্দেশ আসে রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই আমাকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে নির্দেশ দিয়েছেন। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং হারুন অর রশীদ লেথাল উইপন ব্যবহারে অতিউৎসাহী ছিলেন।”

এছাড়াও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কয়েকজন মন্ত্রী মারণাস্ত্র ব্যবহারে উসকানিমূলক ভূমিকা রাখেন বলেও উল্লেখ করেন তিনি।

সরকার পতনের দিনকার ঘটনা

সরকার পতনের দিন অর্থাৎ ৫ আগস্ট বিকেলে কী ঘটেছিল, সেটিও তুলে ধরেছেন মামুন। তিনি বলেন, “বিকেলে একটি হেলিকপ্টারে করে আমি পুলিশ হেড কোয়ার্টার থেকে তেজগাঁও বিমানবন্দরে যাই এবং সেখান থেকে সরাসরি সেনানিবাসে আশ্রয় নিই।”

অনুতাপ ও ক্ষমা প্রার্থনা

জবানবন্দির শেষাংশে ৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত ও আহতদের বিষয়ে অনুশোচনা প্রকাশ করে মামুন বলেন, “আমি তৎকালীন পুলিশ প্রধান হিসেবে অনুতপ্ত এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।”

তবে জবানবন্দিতে তিনি নিজের সক্রিয় সম্পৃক্ততার বিষয়ে সরাসরি কোনো দায় স্বীকার করেননি। বরং বিভিন্ন মিটিংয়ে উপস্থিত থাকার কথাই উল্লেখ করেছেন কৌশলী ভঙ্গিতে।

রাজসাক্ষীর মর্যাদা

সম্প্রতি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আসামি থেকে রাজসাক্ষী করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার এই আবেদন মঞ্জুর করে, শর্তসাপেক্ষে সম্পূর্ণ সত্য উন্মোচনের প্রতিশ্রুতির ভিত্তিতে।

এখন অপেক্ষা, রাজসাক্ষী হিসেবে তার পরবর্তী জবানবন্দি কীভাবে প্রভাব ফেলবে চলমান বিচার ও ইতিহাসে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ৩ কারখানা স্থাপন করবে হানডা, ২৫ হাজার কর্মসংস্থান সৃষ্টির আশা

মিরসরাইয়ে বিএনপি-যুবদলের শীর্ষ পাঁচ নেতা বহিষ্কার

‘জুলাই সনদ’ ২ বছরের মধ্যে বাস্তবায়নে আপত্তি নেই বিএনপির

মসজিদের বিদ্যুৎ বিল মওকুফ চেয়ে ইউএনওর কাছে ছাত্রদল নেতার আবেদন

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসারকে ‘হিরো’ বলে বর্ণনা

উড়োজাহাজের চালকের আসন থেকেই গ্রেপ্তার ভারতীয় বংশোদ্ভূত পাইলট

এক মণ চালের দামে এক কেজি ইলিশ

বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা নিয়ে নতুন তথ্য

২২ মিনিটের ব্যবধানে বঙ্গোপসাগরে জোড়া ভূমিকম্প

স্বরাষ্ট্রের সেই ধনঞ্জয় কুমার দাস বরখাস্ত

১০

রাউজানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলি-গাড়ি ভাঙচুর, আহত ২০

১১

‘সরি আসিফ নজরুল’, একাত্তর ইস্যুতে জেড আই খান পান্না

১২

ভয়ংকর অ-পারমাণবিক বোমা উন্মোচন করল তুরস্ক

১৩

একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে উপদেষ্টা আসিফ নজরুলের দুঃখ প্রকাশ

১৪

জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন

১৫

জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

১৬

মোহাম্মদপুরের সেই ওসির পক্ষে মানববন্ধন মাদককারবারিদের

১৭

এইচএসসিতে জিপিএ-২.৫ নিয়েই বিজিবিতে চাকরির সুযোগ

১৮

প্রত্যেক ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করব : নাহিদ

১৯

জুলাই সনদের খসড়া নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতও! আইনিভিত্তি চায় অধ্যাদেশ বা গণভোটে

২০