জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত ‘জুলাই সনদ’-এর খসড়াকে ‘অসম্পূর্ণ’ ও ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “কমিশন বলছে এটি একটি নমুনা মাত্র, ভুল হতে পারে। যদি তা-ই হয়, তাহলে মন্তব্যের প্রয়োজন নেই। কিন্তু যদি এটিই মূল সনদ হয়, তাহলে একে গ্রহণযোগ্য বলা যাবে না।”
তিনি জানান, জামায়াত নিজস্ব একটি খসড়া সনদ তৈরি করছে এবং সেটি শিগগিরই ঐকমত্য কমিশনে জমা দেবে। পাশাপাশি তিনি জাতীয় ঐকমত্যের আইনি ভিত্তি তৈরিতে দুইটি বিকল্প প্রস্তাব করেন—একটি হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে সাময়িক আইন প্রণয়ন, যা পরবর্তীতে নির্বাচিত সংসদের অনুমোদন নিতে পারে; অপরটি হচ্ছে গণভোটের মাধ্যমে সরাসরি জনগণের অনুমোদন নেওয়া।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক সংলাপের ২১তম দিনের বিরতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে একই অনুষ্ঠানস্থলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন বলেন, “ঐকমত্য কমিশন ছয়টি সিদ্ধান্ত প্রক্রিয়ার কথা বললেও, সেগুলো নিয়ে সঠিকভাবে আলোচনা না করেই হঠাৎ খসড়া প্রকাশ করেছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এটির তীব্র বিরোধিতা করছি।”
তিনি আরও জানান, এনসিপি মনে করে, আলোচনার কাঠামো ও পদ্ধতি নির্ধারণ ছাড়া এ ধরনের খসড়া প্রকাশ ‘প্রক্রিয়াগত ত্রুটি’র শামিল।
মন্তব্য করুন