মানুষের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো ধরনের সংস্কারই টেকসই হবে না—এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান গুম কমিশনের কার্যক্রম প্রত্যাশিত অগ্রগতি দেখাতে পারেনি। ভবিষ্যতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে গুমের শিকার পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে অনুষ্ঠিত এক কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’—এই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে “গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু” শীর্ষক পথযাত্রা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, “আমরা যেসব সংস্কারের কথা বলি, তা যদি মানুষের জীবনে সরাসরি উন্নয়ন না আনে, শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে না পারে—তাহলে সে সংস্কারের বাস্তব কোন অর্থ থাকে না।”
তিনি আরও বলেন, “যারা তাদের স্বজন হারিয়েছে, যে শিশুরা বাবা-মাকে খুঁজে পায় না, তাদের বেদনা অবর্ণনীয়। তাদের প্রতি আন্তরিক সহানুভূতি দেখানো এবং পুনর্বাসনের উদ্যোগ নেওয়া যেকোনো মানবিক রাষ্ট্রের কর্তব্য হওয়া উচিত।”
গঠিত গুম কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব বলেন, “কমিশন একটি রিপোর্ট দিয়েছে ঠিকই, কিন্তু বাস্তব অগ্রগতি খুবই সীমিত। নিখোঁজদের খুঁজে বের করার ক্ষেত্রে তাদের সাফল্য প্রায় শূন্য।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতে একটি নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার এই ইস্যুগুলো গুরুত্ব দিয়ে দেখবে এবং দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও ন্যায়বিচারের আওতায় আনার ব্যবস্থা করবে।
মন্তব্য করুন