যুক্তরাষ্ট্রের ভিসা শর্ত ভঙ্গ করলে আজীবন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক:
ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করলে হতে পারে চরম পরিণতি—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস। মঙ্গলবার (২৯ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি স্পষ্টভাবে জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, “আপনি যদি যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষে দেশে না ফেরেন এবং সেখানে অবস্থান করেন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন। কনস্যুলার অফিসারদের কাছে আপনার অভিবাসন সংক্রান্ত পূর্ণ তথ্য থাকে। কোনো ধরনের ভুলবশত লঙ্ঘন গ্রহণযোগ্য নয়। আপনার দায়িত্ব হলো ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা।”
ভিসা জালিয়াতি ও তথ্য গোপনেও কঠোর বার্তা
এর আগে গত ২১ জুলাই দূতাবাস জানায়, ভিসা আবেদনে জাল নথি জমা দিলে অথবা আবেদনকারীর বিষয়ে নিরাপত্তা-সংক্রান্ত সন্দেহজনক তথ্য পাওয়া গেলে, বিষয়টি সরাসরি যুক্তরাষ্ট্র সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়। পোস্টে আরও বলা হয়, “জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের প্রবেশ ঠেকাতে আমরা সমন্বিতভাবে কাজ করি।”
গত ১৮ জুলাই এক সতর্কবার্তায় আরও জানানো হয়, “এই গল্প আমরা আগেও শুনেছি। কনস্যুলার অফিসাররা প্রতারণার নতুন নতুন কৌশল সম্পর্কে সবসময় আপডেটেড থাকেন। ভুয়া কাগজপত্র বা তথ্য গোপন গুরুতর অপরাধ। এর শাস্তি হতে পারে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলা।”
সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলেও বাতিল হতে পারে ভিসা
আরও আগে, ১০ জুলাই প্রকাশিত আরেক বার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, ভিসা আবেদন ফরম (DS-160)-এ আবেদনকারীর গত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের সকল অ্যাকাউন্ট বা ইউজারনেম উল্লেখ করা বাধ্যতামূলক। এতে উল্লেখ করা হয়, “ভিসা আবেদনকারীরা যখন আবেদন জমা দেন, তখন তারা সেখানে দেওয়া সব তথ্য সঠিক বলে স্বীকার করে সই করেন। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলেও ভিসা প্রত্যাখ্যান এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতা তৈরি হতে পারে।”
সতর্কতা ও সচেতনতার আহ্বান
দূতাবাসের এসব বার্তায় স্পষ্টভাবে বোঝানো হয়েছে—ভিসার শর্ত ভাঙা, জাল কাগজপত্র দাখিল, কিংবা তথ্য গোপন করার মতো কাজ ভবিষ্যতের জন্য মারাত্মক প্রতিকূলতা তৈরি করতে পারে। তাই যারা যুক্তরাষ্ট্র ভ্রমণ বা পড়াশোনার পরিকল্পনা করছেন, তাদের সতর্কতা অবলম্বন করে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে দূতাবাস।
মন্তব্য করুন