ইরানকে আবারও হুমকি ট্রাম্পের: “পারমাণবিক কর্মসূচি ফের শুরু করলে ধ্বংস করে দেব”
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের পারমাণবিক স্থাপনায় সামরিক হামলার কয়েক সপ্তাহ পর আবারও কড়া হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইরান খুব খারাপ বার্তা দিচ্ছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, “আমরা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছিলাম। কিন্তু যদি তারা আবার এই কর্মসূচি শুরু করে, তাহলে এমন গতিতে ধ্বংস করব যে তারা আঙুল তুলে দেখানোরও সুযোগ পাবে না।”
তিনি আরও বলেন, “আমরা সেটা আনন্দের সাথেই করব এবং প্রকাশ্যেই করব।”
সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে দেশের অধিকারের বিষয়ে জোরালো অবস্থান তুলে ধরেছিলেন। তার এই মন্তব্যের পরপরই ট্রাম্পের হুমকি বিশ্ব কূটনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
উল্লেখ্য, ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখবে। তবে পশ্চিমা দেশগুলোর শীর্ষ আলোচক—যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনার আগেই ওয়াশিংটনের এমন হুমকি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য করুন