অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন যে, একটি প্রভাবশালী মহলের কারণে তিনি এবং তাঁর মত মধ্যবিত্ত মানুষ রাজনীতি বা জনসেবামূলক কাজে এগোতে পারছেন না।
মঙ্গলবার (২৯ জুলাই) তিনি ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানান, মুরাদনগরে এমপি পদে প্রার্থী হতে পারেন—এই আশঙ্কায় কায়কোবাদ পরিবারের সদস্যরা বেপরোয়া আচরণ করছে।
সজীব লেখেন, তিনি কখনোই সংসদ সদস্য হওয়ার আগ্রহ প্রকাশ করেননি, শুধু এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করতে চেয়েছেন। তবে এখন মনে হচ্ছে সেটাও আর সম্ভব হবে না। তাঁর ভাষায়, “মাফিয়াদের জয়জয়কারই চলুক।”
তিনি দাবি করেন, থানায় হামলার ঘটনায় দায় অযথাই তাঁর ওপর চাপানো হয়েছে এবং একটি ট্রিপল মার্ডার মামলায় অভিযুক্ত ব্যক্তির পরিবারের সঙ্গেও তাঁর নাম জড়ানো হয়েছে, যদিও তিনি বা তাঁর পরিবার গত তিন মাসে মুরাদনগরে যাননি।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, মামলার ভুক্তভোগী প্রাথমিক সাক্ষ্যতে তাঁর নাম বলেননি, কিন্তু মাসখানেক পর কায়কোবাদ পক্ষের প্রভাবে তাঁর বিরুদ্ধে কথা বলানো হয়েছে।
তিনি অভিযোগ করেন, মেয়র পদে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইশরাক হোসেনও কায়কোবাদ পক্ষের সঙ্গে মিলে “প্রচারণা চালানো শুরু করেছেন” এবং একটি হত্যা মামলার অভিযুক্তকে সামনে এনে মিডিয়ায় প্রভাব বিস্তার করছেন।
সজীব বলেন, “যার না আছে এস্টাবলিশমেন্টের ব্যাকআপ, না আছে অর্থনৈতিক শক্তি—তার জন্য রাজনীতি একটা মাইনফিল্ড।
মন্তব্য করুন