ফ্যানের গতি কমালে কি বিদ্যুৎ বাঁচে? জানুন আসল সত্য
ইলেকট্রনিক রেগুলেটরই হতে পারে সাশ্রয়ের বুদ্ধিদীপ্ত উপায়
নিজস্ব প্রতিবেদক
ঢাকা | ২৮ জুলাই ২০২৫
প্রচণ্ড গরমে ফ্যান ছাড়া ঘরে থাকা যেন অসম্ভব। তাই অনেকেই ভাবেন—ফ্যানের গতি কমিয়ে দিলে বিদ্যুৎ বিলও কিছুটা কমে যাবে। রেগুলেটরের ঘর ৫ থেকে কমিয়ে ২ বা ৩ করলেই বুঝি খরচ কমে—এমন ধারণা প্রচলিত। তবে বাস্তবতা হলো, এটি পুরোপুরি একটি ভুল ধারণা।
গতি কমালেই বিদ্যুৎ খরচ কমে না
সাধারণ যেসব রেগুলেটর ঘরের ফ্যান নিয়ন্ত্রণ করে, তা বিদ্যুৎ সাশ্রয় করে না। এগুলো মূলত ফ্যানের মোটরের গতি কমিয়ে দেয়, কিন্তু মোটামুটি একই পরিমাণ বিদ্যুৎ টেনে নেয়। অর্থাৎ আপনি রেগুলেটর ৭-এ চালান কিংবা ২-এ—বিদ্যুৎ খরচ প্রায় একই থাকে।
আরও আশ্চর্যের বিষয় হলো, রেগুলেটর নিজেই সামান্য বিদ্যুৎ খরচ করে। তাই ফ্যানের গতি কমানো মানেই বিদ্যুৎ কমে—এই ধারণা বিভ্রান্তিকর।
তাহলে কীভাবে বিদ্যুৎ সাশ্রয় করবেন?
বিদ্যুৎ সাশ্রয়ের বাস্তব উপায় হলো ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করা। এই রেগুলেটরগুলো স্মার্ট প্রযুক্তিতে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করে। ফলে তুলনামূলকভাবে কম বিদ্যুৎ খরচ হয়।
যদিও ইলেকট্রনিক রেগুলেটরের দাম সাধারণ রেগুলেটরের চেয়ে কিছুটা বেশি, তবে দীর্ঘমেয়াদে এটি বিদ্যুৎ বিল কমাতে সহায়ক ভূমিকা রাখে। বর্তমানে ইলেকট্রনিক রেগুলেটর দেশের প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই সহজলভ্য।
উপসংহার
বিদ্যুৎ সাশ্রয়ে বিভ্রান্তির অবসান ঘটাতে প্রয়োজন সঠিক তথ্য ও সচেতনতা। ফ্যানের গতি কমিয়ে বিদ্যুৎ বাঁচানো যায় না—এটি জেনে রাখলে ভবিষ্যতে সাশ্রয়ী সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আর সত্যিকারের সাশ্রয়ের জন্য ইলেকট্রনিক রেগুলেটরের ব্যবহার হতে পারে বুদ্ধিদীপ্ত ও কার্যকর উপায়।
মন্তব্য করুন