আগামী ৪ দিন দমকা হাওয়াসহ বৃষ্টি, কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা
কিছু কিছু এলাকায় বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৮ জুলাই
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, “মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু স্থানে ভারি বর্ষণ হতে পারে।”
পর্যায়ক্রমে বৃষ্টি আরও বাড়বে
পরবর্তী ২৪ ঘণ্টার (২৯ জুলাই সন্ধ্যা ৬টা থেকে) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ধারাবাহিকতা চলবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট পর্যন্ত। এ সময় দেশের প্রায় সব বিভাগেই অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
তাপমাত্রা কিছুটা বাড়তে পারে
এদিকে বৃষ্টির মধ্যেও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় এই বৃষ্টিপাত হচ্ছে, এবং সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন