- ইউক্রেন চুক্তিতে পুতিনকে রাজি করাতে সময়সীমা কমালেন ট্রাম্প
“আমি হতাশ, সিদ্ধান্ত জানি বলেই আর দেরি করছি না” — মার্কিন প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
ওয়াশিংটন, ২৮ জুলাই
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন ইস্যুতে চুক্তিতে আনতে নির্ধারিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে এনেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “এখন থেকে ১০ বা ১২ দিন।”
সোমবার (২৮ জুলাই) রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, খুব শিগগিরই — “আজ রাতেই বা কাল সকালে” এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
এর আগে, গত ১৪ জুলাই ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে চুক্তিতে না আসে, তাহলে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।
ট্রাম্প বলেন, “আমি ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছি, কারণ আমি মনে করি, আমি ইতিমধ্যেই জানি কী হতে যাচ্ছে। আমি পুতিনের প্রতি খুব হতাশ।”
কড়া হুঁশিয়ারি: ১০০ শতাংশ সেকেন্ডারি শুল্ক
চুক্তি না হলে রাশিয়ার সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখা দেশগুলোর জন্য বড় ধরনের বাণিজ্য ঝুঁকি তৈরি হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, “যদি কোনো চুক্তি না হয়, তবে আমরা ১০০ শতাংশ হারে সেকেন্ডারি শুল্ক কার্যকর করব।”
বাণিজ্য বিশ্লেষক ডিয়ারবেল জর্ডান বলেন, “সেকেন্ডারি শুল্ক অর্থাৎ, যে দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাবে, তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে বড় করের মুখে পড়তে হবে। এটি আন্তর্জাতিক বাজারে রাশিয়ার বাণিজ্যিক অবস্থান দুর্বল করার কৌশল।”
রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায়, তবুও বাণিজ্য অব্যাহত
উল্লেখ্য, ইউক্রেনে আগ্রাসনের পর রাশিয়া পশ্চিমা বিশ্বের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে পড়লেও, চীন, ভারতসহ অনেক দেশ এখনো রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ট্রাম্প প্রশাসনের নতুন কৌশল মূলত সেই দেশগুলোকেই চাপের মুখে ফেলার এক ধরনের চেষ্টা বলেই মনে করছেন বিশ্লেষকরা।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধের অবসানে একটি কূটনৈতিক সমঝোতা চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। যদিও সমালোচকরা বলছেন, রাশিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক এই প্রক্রিয়াকে জটিল করে তুলছে।
মন্তব্য করুন