ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির
স্টাফ রিপোর্টার
ঢাকা, ২৮ জুলাই
ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজনৈতিক সংলাপ ও জাতীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে নেওয়া উচিত ছিল।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকের বিষয় ছিল— ‘ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ’।
বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও জাতিসংঘের মানবাধিকার কমিশনের ভূমিকায় আমরা বিশ্বস্ত হতে পারছি না। গাজা, ফিলিস্তিন বা আরাকান অঞ্চলে মুসলমানদের ওপর নির্যাতনের বিরুদ্ধে এই সংস্থার কার্যকর কোনো অবস্থান আমরা প্রত্যক্ষ করিনি।”
তিনি অভিযোগ করে বলেন, “সরকার জনগণের সঙ্গে পরামর্শ না করেই জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে, যা গণতান্ত্রিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়।”
বিএনপির এই নেতা মনে করেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক অধিকার রাখে না। তার মতে, এমন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে দল-মত নির্বিশেষে রাজনৈতিক আলোচনা আবশ্যক ছিল।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, মানবাধিকারকর্মী ও বিশিষ্ট নাগরিকেরা।
মন্তব্য করুন