ফরেন সার্ভিস একাডেমিতে আজ (সোমবার, ২৮ জুলাই) দুপুরে হঠাৎ জরুরি ফায়ার অ্যালার্ম বাজলে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান বৈঠক স্থগিত করা হয়। ঘটনার সময় উপস্থিত সবাইকে দ্রুত নিরাপত্তার স্বার্থে বের করে আনা হয়।
এর আগে সকালে ঐকমত্য প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপের সংলাপের ২০তম দিনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ আলোচনার মূল প্রস্তাব উপস্থাপন করেন। আলোচনার এই পর্বে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানান।
জানা গেছে, সংবিধিবদ্ধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে বিএনপি আগেই একটি প্রস্তাব পেশ করেছিল। আজকের আলোচনায় সেই বিষয়টি ফের তোলা হলে, তারা সাময়িকভাবে বৈঠক থেকে ওয়াকআউট করে। তবে কিছুক্ষণ পরেই আবার বৈঠকে ফিরে আসেন বিএনপি প্রতিনিধি দল।
মন্তব্য করুন