গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় একটি ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হঠাৎ করেই এক নারী রাস্তার পাশে থাকা খোলা ম্যানহোলে পড়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করলেও সফল না হওয়ায় ফায়ার সার্ভিসে খবর দেন।
পরে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট এবং দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পরিপূর্ণ ছিল, যা উদ্ধারকাজে বিঘ্ন সৃষ্টি করছে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টা পর্যন্ত উদ্ধারকর্মীরা তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন। এখনও নিখোঁজ ওই নারীর পরিচয় নিশ্চিত করা যায়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে এবং উদ্ধার অভিযান চালু আছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ম্যানহোলটির ঢাকনা নেই। এ ধরনের অব্যবস্থাপনা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বলে দাবি তাদের।
মন্তব্য করুন