🛥️
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট প্রতারণা: ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ দায়ের
সুনামগঞ্জের তাহিরপুরে ‘হাওরের সুলতান-৪’ নামের একটি হাউসবোটে পরিবার নিয়ে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন মাহাবুর আলম সোহাগ নামে ঢাকার এক পর্যটক। এ ঘটনায় হাউসবোট কর্তৃপক্ষের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে মামলা করেছেন তিনি।
শনিবার (২৬ জুলাই) সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার দপ্তরে এ অভিযোগ দায়ের করেন সোহাগ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা অভিযোগ আমলে নিয়ে আগামী ৬ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির দিন ধার্য করেছেন।
অভিযোগকারী মাহাবুর আলম সোহাগ দৈনিক কালবেলার সাবেক বার্তা সম্পাদক এবং বর্তমানে ঢাকা পোস্টের সিনিয়র বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।
এই ঘটনায় স্থানীয় পর্যটনখাতে নিরাপত্তা ও সেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যটকদের অভিযোগ, অনুমোদনবিহীন বা নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত অনেক হাউসবোটেই অনিয়মের শিকার হতে হচ্ছে ভ্রমণকারীদের।
মন্তব্য করুন