যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর শুল্কহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের ঘোষিত উচ্চ শুল্ক হারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকারের কার্যকর কূটনৈতিক প্রচেষ্টা এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতা একত্রে কাজ করায় নতুন হার ২০ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এজন্য আমি আন্তরিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই।”
তিনি আরও আশা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতেও ড. ইউনূস এবং যেসব নেতৃত্ব আসবেন, তারা যেন সম্মানজনক অবস্থান বজায় রেখে বৈশ্বিক কূটনীতিতে দেশের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই ইতিবাচক ফলাফলের পেছনে যাঁরা সংশ্লিষ্ট ছিলেন, তাঁদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।”
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্যের ওপর ৩৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল। পরবর্তীতে দুপক্ষের আলোচনা ও কূটনৈতিক উদ্যোগের ফলে সেই হার কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়।
মন্তব্য করুন