গুচ্ছভুক্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রম ৩ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে চলবে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত।
শুক্রবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের https://sims.brur.ac.bd/signup/ ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন ও সাইন আপ সম্পন্ন করে রেজিস্ট্রেশন ও আইডি নম্বর সংগ্রহ করতে হবে। এরপর এককালীন ভর্তি ফি বিকাশ বা নগদের মাধ্যমে পরিশোধ করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে: www.brur.ac.bd।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার পঞ্চম মাইগ্রেশনের পর যেসব শিক্ষার্থী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছেন, তাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
এসএসসি ও এইচএসসির মূল সনদপত্র
ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের ৩ কপি ফটোকপি
পূরণকৃত ভর্তি ফরমের ৩ কপি
প্রাথমিক ভর্তি ফি (৫০০০ টাকা) জমাদানের রশিদের ৩টি ফটোকপি
অবশিষ্ট ভর্তি ফি জমাদানের রশিদের ৩টি ফটোকপি
এসএসসি ও এইচএসসি ট্রান্সক্রিপ্টের ৩টি ফটোকপি
পাসপোর্ট সাইজের ৩টি রঙিন ছবি
এছাড়া, গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত এবং মূল নম্বরপত্র বেরোবিতে জমা দেওয়া শিক্ষার্থীদের ২ থেকে ৫ আগস্টের মধ্যে নিজের দায়িত্বে বিশ্ববিদ্যালয় থেকে সেসব নম্বরপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
মন্তব্য করুন