লাল বলের ক্রিকেটে জো রুট যেন লিখছেন নিজের নতুন অধ্যায়। ধারাবাহিক ব্যাটিংয়ে একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছেন এই ইংলিশ ব্যাটার। ভারত সিরিজের চলমান ম্যাচে, ঘরের মাঠে টেস্ট রানের তালিকায় ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও পেছনে ফেলেছেন তিনি।
ওভালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ২৯ রান করেই রুট গড়েন এই রেকর্ড। ইংল্যান্ডের মাটিতে তার মোট রান এখন ৭ হাজার ২২০। এর মাধ্যমে তিনি উঠে এসেছেন ঘরের মাঠে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রানের তালিকায়। তার সামনে এখন কেবল অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, যার রান সংখ্যা ৭ হাজার ৫৭৮।
শচীন টেন্ডুলকার, যিনি এতদিন এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন, ভারতের মাটিতে করেছিলেন ৭ হাজার ২১৬ রান। রুটের এই অর্জন শুধু পরিসংখ্যানই নয়, বরং আধুনিক টেস্ট ব্যাটিংয়ের এক অনন্য দৃষ্টান্ত।
এই ম্যাচেই রুট আরও একটি কীর্তির জন্ম দেন—ভারতের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে ২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন প্রথম ব্যাটার হিসেবে। এ তালিকায় তার পরেই আছেন পন্টিং, যিনি ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ায় করেছিলেন ১ হাজার ৮৯৩ রান।
জো রুটের এই সাফল্য শুধু ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসেই নয়, টেস্ট ক্রিকেটের সামগ্রিক চিত্রেও বিশেষ একটি অধ্যায় হয়ে থাকবে।
মন্তব্য করুন