বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার শনিবার (২ আগস্ট) সকালে ইউনাইটেড হাসপাতালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। শুক্রবার দলটির মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়ে। বর্তমানে তিনি অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। বোর্ডের মত অনুযায়ী, তার জন্য ওপেন হার্ট সার্জারি সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে বিবেচিত হয়েছে।
ডা. শফিকুর রহমানের মোবাইল ফোন ব্যবহার সীমিত করা হয়েছে এবং হাসপাতালে সাক্ষাৎ থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করা হয়েছে।
এর আগে গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাজনৈতিক সমাবেশে বক্তৃতাকালে তিনি অসুস্থ হয়ে দুইবার পড়ে যান। তারপরও বক্তৃতা শেষ করেন। পরে কিছুদিন বিশ্রামের পর তিনি দেশের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নেন। এসব কর্মসূচির পর আবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে পরীক্ষায় হৃদরোগের বিষয়টি ধরা পড়ে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম ও মোয়াযযম হোসাইন হেলাল। তারা দলীয় প্রধানের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন।
মন্তব্য করুন