চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে ঢুকে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাই: যুবক আটক, তদন্তে পুলিশ
স্টাফ রিপোর্টার | ১ আগস্ট ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে ঢুকে নিজেরা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক’ পরিচয় দিয়ে চাঁদা দাবি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনার সময় তার আরও তিন সহযোগী পালিয়ে যায়।
🕚 ঘটনার বিবরণ
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগরে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকার বাসিন্দা এবং শহরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, সোহেলসহ চারজন যুবক ওই বাড়িতে গিয়ে দাবি করেন, সেখানে বাল্যবিয়ের আয়োজন চলছে। এ অভিযোগের ভিত্তিতে তারা বাল্যবিয়ে ধামাচাপা দেওয়ার শর্তে চাঁদা দাবি করেন। কথাকাটাকাটির একপর্যায়ে বাড়ির নারীদের মারধর করে গলায় থাকা দুটি স্বর্ণ চেইন ছিনিয়ে নেন তারা।
বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেন, এবং পরে পুলিশে দেন। বাকি তিনজন পালিয়ে যায়।
📢 সংগঠনের প্রতিবাদ
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুর রহিম। তিনি বলেন,
“সোহেল একটি বাল্যবিয়ে প্রতিরোধের নামে চাঁদা দাবির ঘটনায় জড়িত বলে শুনেছি। তবে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কমিটিতে ছিল না। এমনকি সে আমাদের সংগঠনের সদস্যও নয়। সে জুলাই যোদ্ধা বলে পরিচিত। কেউ যদি আমাদের সংগঠনের নাম ব্যবহার করে অপকর্ম করে, তাহলে আমরা তার বিচার ও শাস্তি দাবি করছি।”
🚔 তদন্তে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন,
“এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আমরা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছি। পালিয়ে যাওয়া অন্য তিনজনকেও চিহ্নিত করার চেষ্টা চলছে।”
✅ উপসংহার
এই ঘটনা আবারও প্রমাণ করে, ভুয়া পরিচয়ে সমাজসেবার আড়ালে অপরাধ চালানোর প্রবণতা বাড়ছে, যা কঠোর নজরদারি ও আইনি ব্যবস্থার দাবি রাখে। সাধারণ মানুষকে সচেতন ও সাহসী ভূমিকার জন্য ধন্যবাদ জানানো হচ্ছে, যারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে একজন অপরাধীকে আটক করতে পেরেছেন।
মন্তব্য করুন