যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক কমায় স্বস্তি, দ্রুত নির্বাচনের দাবি ফখরুলের
নিজস্ব প্রতিবেদক | ১ আগস্ট ২০২৫ | ঢাকা
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের খবরকে ‘দেশের জন্য ভালো সংবাদ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অর্জনের জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদও জানিয়েছেন।
শুক্রবার (১ আগস্ট) বিকালে রাজধানীর উত্তরা আজমপুরে মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও শহীদদের স্মরণ’ উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
✅ শুল্ক কমানোর সিদ্ধান্তে প্রশংসা
মির্জা ফখরুল বলেন,
“আজ একটা ভালো খবর আছে। যুক্তরাষ্ট্র আমাদের পণ্যের ওপর যে ৩৫ শতাংশ ট্যারিফ বসিয়েছিল, সেটি ২০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এটা আমাদের রপ্তানিকারকদের জন্য স্বস্তির বিষয়। পররাষ্ট্র দপ্তর এবং উপদেষ্টাদের কূটনৈতিক প্রচেষ্টার ফলে এটা সম্ভব হয়েছে। এজন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।”
🗳️ নির্বাচনের দাবি ও জাতীয় সংসদের অভাব
নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা চাই দ্রুত একটি জাতীয় নির্বাচন হোক। দেশের মানুষ একটি নির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। এখন আমাদের পার্লামেন্টে কোনো প্রতিনিধিত্ব নেই। সমস্যার কথা বলার কেউ নেই, শুনার কেউ নেই।”
🩸 গণঅভ্যুত্থান ও শহীদদের স্মরণ
তিনি বলেন,
“২০২৪-এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি দাবি আদায় হয়েছে—বাংলাদেশ এখন ফ্যাসিবাদমুক্ত। এই লড়াইয়ে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাদের যথাযথ তালিকা ও পুনর্বাসনের ব্যবস্থা এখনও অসম্পূর্ণ থাকলেও অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে।”
🚫 লুটেরাদের সঙ্গে আপস নয়
বিএনপি মহাসচিব বলেন,
“যারা দেশের সম্পদ লুট করে, ব্যাংক দেউলিয়া করে, সাধারণ মানুষের জমি দখল করে নেয়—তাদের সঙ্গে কোনো আপস নয়। তাদের রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করাই হবে চূড়ান্ত লক্ষ্য।”
🇧🇩 তারেক রহমানকে নেতৃত্বে দেখতে চায় বিএনপি
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল বলেন,
“আজ দেশের মানুষ তারেক রহমানের ওপর আস্থা রেখেছে। আমরা অপেক্ষা করছি, তিনি কবে দেশে ফিরে আসবেন এবং নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন।”
তিনি আরও বলেন,
“তারেক রহমান ঘোষণা দিয়েছেন, নতুন বাংলাদেশ গঠনে ফারমার্স কার্ড, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড চালু হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা, ভোটাধিকার রক্ষা ও প্রান্তিক জনগণের অধিকার নিশ্চিত হবে।”
🎤 অনুষ্ঠানে অংশগ্রহণ
এই সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক এবিএমএ আবদুর রাজ্জাক। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, অধ্যাপক মোর্শেদ হাসান খান, সাইফুল আলম নিরব, হাসান জাফির তুহিন, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, সুলতানা আহমেদ, হেলাল খান, আবুল কালাম আজাদ, মোস্তফা জামান, এসএম জাহাঙ্গীরসহ শহীদদের পরিবারের সদস্যরা।
মন্তব্য করুন