দক্ষিণপন্থিদের ভূমিকা নিয়ে বিতর্ক নয়, স্বীকৃতি দরকার: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগস্ট ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে তাতে কারো সমস্যা হওয়ার কথা নয়।” শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক জাতীয় সেমিনারে তিনি এই মন্তব্য করেন।
‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান : প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ গ্রন্থের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আলেম সমাজকে কোণঠাসা করা হয়েছিল: এনসিপি মুখ্য সমন্বয়ক
নাসীরুদ্দীন বলেন,
“শেখ হাসিনা আলেম সমাজের ওপর নির্যাতনকে ন্যায্যতা দিতে চেয়েছেন। ইসলামপন্থিদের দক্ষিণপন্থা ট্যাগ দিয়ে যেভাবে দীর্ঘদিন কোণঠাসা করা হয়েছে, তা আর জনগণ সহজভাবে মেনে নেবে না।”
তিনি আরও বলেন,
“আজ ইসলামপন্থিরা ফ্যাসিবাদের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর সেটা নিয়েই এখন আতঙ্ক ছড়ানো হচ্ছে, যেন তারা আবার মাথা তুলে দাঁড়াতে না পারে।”
শ্রমিক অধিকার ও ট্রাকস্ট্যান্ডের গডফাদার ইস্যু
পরে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনসিপির শ্রমিক উইং আয়োজিত এক সভায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“গণঅভ্যুত্থানের পরও শ্রমিকদের বুকে গুলি চলেছে। এটি কোনো গণমুখী সরকারের পরিচয় হতে পারে না।”
তিনি দাবি করেন,
“বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় এমন দুই ‘মহারথি’ রয়েছেন, যারা বন্দর ও ট্রাকস্ট্যান্ডে গডফাদার হিসেবে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এরা নতুন গডফাদার নয়, পুরনো দখলদারদের উত্তরসূরি।”
শ্রমিকের অধিকার ছাড়া উন্নয়ন নয়
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“শ্রমিকদের কাজের পরিবেশ, ন্যায্য মজুরি ও রাষ্ট্রীয় স্বীকৃতি না থাকলে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়। সংসদে শ্রমিকদের প্রতিনিধি থাকতে হবে—এই দাবি আর উপেক্ষা করা যাবে না।”
তিনি আরও যোগ করেন,
“গত কয়েক দশকে মালিক-শ্রমিক সম্পর্কের মাঝে দালাল ঢুকে পড়েছে। এই দালাল সংস্কৃতির অবসান ছাড়া শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব নয়।”
উপসংহার:
সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণপন্থিদের ভূমিকা এবং শ্রমিক অধিকার প্রশ্নে সরকার কী পদক্ষেপ নেয়—তা সময়ই বলে দেবে।
মন্তব্য করুন