যুক্তরাষ্ট্রে কম শুল্কে বাড়ছে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের সর্বশেষ শুল্ক কাঠামোতে ভারত ও চীনের ওপর বড় আকারে শুল্ক আরোপের ফলে বাংলাদেশের জন্য তৈরি হয়েছে নতুন সম্ভাবনার জানালা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর জন্য মার্কিন বাজারে প্রবেশের একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে, যার সর্বাধিক উপকারভোগী হতে পারে বাংলাদেশ।
ভারতের ওপর ২৫% শুল্ক, বাংলাদেশ পেল ‘প্রতিযোগিতামূলক সুবিধা’
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় জানানো হয়, ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে। এর পেছনে ভারতের রাশিয়ার ঘনিষ্ঠতা এবং ব্রিকস জোটে সক্রিয় ভূমিকাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।
এ বিষয়ে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন,
“মোদি সরকারের ভুল পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক ব্যর্থতার ফলেই ভারতের ব্যবসা আজ ঝুঁকির মুখে পড়েছে।”
বাংলাদেশ পেল ন্যূনতম শুল্ক হার: ‘সুবিধাজনক অবস্থান’
বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন,
“আমরা আজ সম্ভাব্য ৩৫ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সক্ষম হয়েছি। এটি শুধু রপ্তানিকারক নয়, আমাদের অর্থনীতির জন্যও একটি ইতিবাচক বার্তা। পোশাক খাতের ওপর নির্ভরশীল লাখো মানুষের জন্য এটি সুসংবাদ।”
বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন,
“যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারালে তা পূরণের জন্য প্রথমে ভারতকে এগিয়ে আসতে দেখা গিয়েছিল। কিন্তু এখন মার্কিন প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হওয়ায়, বাংলাদেশ তুলনামূলকভাবে বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে।”
পোশাক, হোম টেক্সটাইল ও কৃষিপণ্যের সামনে নতুন দিগন্ত
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তিত প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাক, হোম টেক্সটাইল, হস্তশিল্প এবং কৃষিপণ্যের জন্য রপ্তানি আরও লাভজনক হয়ে উঠবে। তবে এই সম্ভাবনা কাজে লাগাতে হলে বাণিজ্যিক কূটনীতি এবং মার্কিন বাজারের চাহিদা বুঝে রপ্তানিকারকদের প্রস্তুত থাকতে হবে।
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামো (চালু: ১ আগস্ট ২০২৫)
দেশ | পালà§à¦Ÿà¦¾ শà§à¦²à§à¦• (%) |
à¦à¦¾à¦°à¦¤ | ২৫% |
বাংলাদেশ | ২০% (নিমà§à¦¨à¦¤à¦® গোষà§à¦ ীর অনà§à¦¤à¦°à§à¦à§à¦•à§à¦¤) |
পাকিসà§à¦¤à¦¾à¦¨ | ১৯% |
à¦à¦¿à§Ÿà§‡à¦¤à¦¨à¦¾à¦® | ২০% |
শà§à¦°à§€à¦²à¦™à§à¦•া | ২০% |
মিয়ানমার | ৪০% (সরà§à¦¬à§‹à¦šà§à¦š) |
মালয়েশিয়া | ১৯% |
ইনà§à¦¦à§‹à¦¨à§‡à¦¶à¦¿à§Ÿà¦¾ | ১৯% |
আফগানিসà§à¦¤à¦¾à¦¨ | à§§à§«% |
বà§à¦°à¦¾à¦œà¦¿à¦² |
মন্তব্য করুন