যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে ২০ শতাংশ শুল্ক নির্ধারিত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের দপ্তর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনায় ইতিবাচক ফল মিলেছে।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র পারস্পরিক শুল্কহার নির্ধারণে নতুন প্রস্তাব দিয়েছিল। আমাদের আলোচনার পর তারা ৩৫ শতাংশ থেকে ২০ শতাংশে নামিয়ে এনেছে, যা সন্তোষজনক।”
তিনি আরও জানান, বাংলাদেশকে যুক্তরাষ্ট্র আলাদা করে কোনো কঠোর শর্ত দেয়নি। অন্যান্য দেশের মতোই সাধারণ নিয়মে এই চুক্তি কার্যকর হয়েছে। শুল্ক হ্রাসের ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের প্রবেশ আরও সহজ হবে এবং রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশও যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য, তুলা ও অন্যান্য পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। এতে করে দুই দেশের মধ্যকার বাণিজ্য ভারসাম্য রক্ষা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শফিকুল আলম।
উল্লেখ্য, গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠিতে জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে কূটনৈতিক আলোচনার পর তা ২০ শতাংশে হ্রাস করা হয়।
মন্তব্য করুন