নিউইয়র্কে অশ্রু, শ্রদ্ধা ও ভালোবাসায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের শেষ বিদায়
প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র – শোকাবহ এক দিনে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে চিরবিদায় জানাল নিউইয়র্ক। বন্দুকধারীর হামলায় নিহত এই বীর পুলিশ কর্মকর্তার জানাজা ও দাফনে হাজির হন হাজারো মানুষ। আয়োজনটি যেন পরিণত হয় এক বীর সন্তানকে সম্মান জানানোর জাতীয় দিবসে।
বীরের বিদায়ে কাঁদলো নিউইয়র্ক
গত ৩১ জুলাই (বৃহস্পতিবার), বৃষ্টি, ঝড় ও বন্যার সতর্কতা উপেক্ষা করে প্রায় ২০ হাজার মানুষ দিদারুল ইসলামের জানাজায় অংশ নেন। শুধু নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) পক্ষ থেকেই উপস্থিত ছিলেন প্রায় ৫ হাজার সদস্য।
সকলের কণ্ঠে ছিল—দিদারুলের বীরত্বগাঁথা আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা।
উচ্চ পর্যায়ের উপস্থিতি ও সম্মান
দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন:
বক্তব্যে বারবার উচ্চারিত হয়েছে বাংলাদেশের নাম, এবং দিদারুলের মতো অভিবাসী পটভূমির বীরদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
রাস্তার পাশে হাজারো স্যালুট
জানাজা শেষে মরদেহ দাফনের উদ্দেশে নেওয়া হলে, রাস্তার দুই ধারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা শেষ শ্রদ্ধা জানিয়ে স্যালুট জানান।
এছাড়া আকাশপথে হেলিকপ্টারের মাধ্যমে গার্ড অব অনার প্রদর্শন করা হয়, যা ছিল এক অভূতপূর্ব ও সম্মানজনক বিদায়।
মরণোত্তর পদোন্নতি ও পরিবারকে সহায়তা
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এর ফলে দিদারুলের স্ত্রী, সন্তান ও পরিবার পুলিশের পক্ষ থেকে পূর্ণ পেনশন সুবিধা ও অন্যান্য মর্যাদাসম্পন্ন সহায়তা পাবে।
ভয়াবহ সেই রাত
সোমবার, ২৮ জুলাই সন্ধ্যায়, নিউইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে ঘটে যায় ভয়াবহ বন্দুক হামলা।
এলোপাতাড়ি গুলিতে দিদারুল ইসলামসহ চারজন নিহত হন।
হামলার পর আত্মহত্যা করেন বন্দুকধারী নিজেও।
প্রবাসী বাংলাদেশিদের গর্ব ও কষ্টের দিন
৩১ জুলাইয়ের এই বিদায় ছিল নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের জন্য গভীর শোক ও একইসাথে গর্বের প্রতীক।
একজন অভিবাসী, একজন বাংলাদেশি, একজন সাহসী পুলিশ সদস্য দিদারুল ইসলাম—বিদায় নিলেন, কিন্তু রেখে গেলেন এক অম্লান স্মৃতি ও অনুপ্রেরণার নাম।
🕊️ দিদারুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা
“তুমি ছিলে বীর, তুমি রয়ে গেলে ইতিহাসে।”
📌 কপিরাইট: উন্মুক্ত (Creative Commons – Attribution Not Required)
এই প্রতিবেদনটি যেকোনো সংবাদপত্র, অনলাইন পোর্টাল বা মিডিয়ায় সম্পাদনাসহ ব্যবহারযোগ্য। প্রয়োজনে ভাষা বা শৈলী সম্পাদনা করেও ব্যবহার করা যাবে।
মন্তব্য করুন