ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন: প্রার্থী বাছাইয়ে জমে উঠেছে আলোচনা
প্রকাশিত: ১ আগস্ট ২০২৫ | লেখক: সংবাদ ডেস্ক
প্রায় ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। গত ২৯ জুলাই বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য রিটার্নিং কর্মকর্তারাও।
নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ছাত্ররাজনীতির অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা—কে হচ্ছেন এবারকার প্রার্থী? কোন সংগঠন কাদের নিয়ে গড়ছে প্যানেল?
পরিচিত মুখরাই আলোচনার কেন্দ্রে
ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সোচ্চার এবং ক্যাম্পাসে পরিচিত মুখগুলোকেই এবার সামনে আনতে চাইছে ছাত্র সংগঠনগুলো। পাশাপাশি নারী ও সংখ্যালঘু শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে অধিকাংশ সংগঠন।
ছাত্রদল: আন্দোলনপন্থীদের অগ্রাধিকার
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল জানিয়েছে, তারা এমন প্যানেল গঠন করবে যেখানে থাকবে আন্দোলনে সক্রিয় এবং শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় নেতারা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন—ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন:
“জুলাই-আগস্টের গণ-আন্দোলনে যারা সম্মুখভাগে ছিলেন, তাদেরকে প্রার্থী হিসেবে গুরুত্ব দেওয়া হবে। সাধারণ শিক্ষার্থীরাও তাদের পাশে থাকবে বলে আমরা আশাবাদী।”
ছাত্রশিবির: পরিচিত মুখ ও প্রতিনিধিত্বে গুরুত্ব
ছাত্রশিবির থেকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি ও সাবেক সভাপতি সাদিক কায়েম।
ফরহাদ বলেন:
“আমাদের প্যানেলে থাকবে সেই পরিচিত মুখরাই, যারা গণ-আন্দোলনে সামনে ছিল। নারী ও সংখ্যালঘুসহ সব শ্রেণির প্রতিনিধিত্ব থাকবে।”
গণতান্ত্রিক ছাত্র সংসদ: অভ্যুত্থানের মূল নেতৃত্ব মাঠে
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে প্রার্থী হতে পারেন আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসান।
সাংগঠনিক নেতা জাহিদ হাসান জানান:
“জুলাই গণ-অভ্যুত্থানের মূল নেতৃত্ব আমাদের হাতেই ছিল। সেই নেতারাই প্যানেলে থাকবেন। নারী ভোটারদের আমরা ইতিবাচক সাড়া দেব বলে আশা করছি।”
ছাত্র অধিকার পরিষদ: বৈচিত্র্যময় প্যানেল
ছাত্র অধিকার পরিষদ আলাদা প্যানেল ঘোষণা করেছে। সংগঠনটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন:
“সংখ্যালঘু থেকে শুরু করে সমাজের প্রতিটি অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই আমরা প্যানেল সাজাবো।”
স্বতন্ত্র প্রার্থীরা: শক্তিশালী চমক
এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন একাধিক স্বতন্ত্র প্রার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজের জন্য ডাকসু নির্বাচন বরাবরই ছিল আত্মপ্রকাশ ও নেতৃত্ব বিকাশের অন্যতম প্ল্যাটফর্ম। এবারও সেই ধারা বজায় রাখতেই নির্বাচনে প্রার্থী বাছাই ও প্যানেল গঠনের প্রতিটি ধাপে গুরুত্ব দিচ্ছে ছাত্র সংগঠনগুলো।
আগামী সপ্তাহগুলোয় প্রার্থিতা চূড়ান্ত হলে স্পষ্ট হবে—ডাকসুর নেতৃত্বে কারা থাকছেন, এবং কাদের ঘিরে গড়ে উঠছে আগামী দিনের ছাত্ররাজনীতি।
মন্তব্য করুন