চাঁপাইনবাবগঞ্জে ‘ছাত্র আন্দোলন’ পরিচয়ে চাঁদা দাবি ও স্বর্ণালঙ্কার ছিনতাই, গণপিটুনির পর আটক ১
চাঁপাইনবাবগঞ্জের স্বরূপনগর মহল্লায় অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে প্রবেশ করে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয়ে চাঁদা দাবি এবং স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। স্থানীয়দের তৎপরতায় ধরা পড়ে গণপিটুনির শিকার হন একজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শহরের স্বরূপনগর এলাকায় এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম সোহেল রানা (২৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা মহল্লার বাসিন্দা। তার তিন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার জানায়, অবসরপ্রাপ্ত সেনা সদস্য লিয়াকত আলীর বাড়িতে কলিং বেল বাজিয়ে প্রবেশ করে চার যুবক। তারা নিজেদের ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য’ পরিচয় দিয়ে বাল্যবিয়ের অভিযোগ তোলে এবং ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করে। এ সময় বাড়ির দুই নারী সদস্যকে মারধর করে গলা থেকে দুটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনজন পালিয়ে যায়। তবে সোহেল রানাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী লিয়াকত আলী জানান, “শুক্রবার (১ আগস্ট) আমার মেয়েকে ছেলেপক্ষ দেখতে আসবে বলে পরিকল্পনা ছিল। কিন্তু তার আগের রাতে চার যুবক এসে বাল্যবিয়ের অভিযোগ তোলে এবং অর্থ দাবি করে। তাদের আচরণে সন্দেহ হলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।”
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
মন্তব্য করুন