ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে উগ্রবাদ, চরমপন্থা এবং ফ্যাসিবাদ যাতে আর কখনও মাথাচাড়া না দিতে পারে, সেজন্য নারীদের সতর্ক ভূমিকা রাখা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে বিএনপিপন্থী জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নারীর অবদান’ শীর্ষক এই অনুষ্ঠানে ফ্যাসিবাদবিরোধী শহীদদের স্মরণে তথ্যচিত্র প্রদর্শন এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
তারেক রহমান বলেন, “একজন মায়ের চোখে যেমন একটি বাংলাদেশ হওয়া উচিত, তেমন মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই আমাদের রাজনৈতিক অভিযাত্রা। এ ক্ষেত্রে নারী সমাজের অংশগ্রহণ অপরিহার্য।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবে। শুরুতে অন্তত ৫০ লাখ দরিদ্র পরিবারের নারী প্রধানদের নামে এই কার্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে আর্থিক সহায়তা কিংবা খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনার কথাও তিনি জানান।
তারেক রহমান বলেন, “এটি শুধু সহায়তা নয়, বরং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের একটি হাতিয়ার হবে। পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।”
তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমান বিএনপিও সেই ধারা বজায় রেখে নারীদের জন্য শিক্ষা, নিরাপত্তা, কর্মসংস্থান ও ক্ষমতায়নের বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সিনিয়র নেত্রী আফরোজা খান রিতা। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ ও যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সেলিমা রহমান, জেএসডি নেত্রী তানিয়া রব, অধ্যাপক তাজমেরী এস এ ইসলাম, তাহসিনা রুশদীর লুনা, শিরিন সুলতানা, অধ্যাপক শামীমা সুলতানা, শহীদ পরিবারের সদস্য সানজিদা ইসলাম তুলি এবং টকশো উপস্থাপক হাসিনা আখতার।
মন্তব্য করুন