নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রস্তাবনা পাস হয়েছে। তবে সরকার গঠনের র্যাঙ্কিং পদ্ধতি নিয়ে বিএনপি ও সমমনা জোটগুলোর আপত্তি থাকায় তারা ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে কমিশনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে র্যাঙ্কিং ভিত্তিক একটি বিশেষ কমিটির মাধ্যমে।
এই কমিটিতে থাকবেন—
এই কমিটি রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের মধ্য থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও সদস্য নির্বাচন করবে।
বিএনপির আপত্তি গঠন প্রক্রিয়ায়
বৈঠকে বিএনপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে উলামায়ে ইসলাম, লেবার পার্টি ও খেলাফত মজলিস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রতি একমত হলেও গঠন প্রক্রিয়ার ওপর আপত্তি জানিয়েছে। তারা মনে করে, র্যাঙ্কিং নয়, সংসদীয় বিতর্ক ও ভোটাভুটির মাধ্যমে এই সরকার গঠন হওয়া উচিত।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের প্রতিনিধিত্বকারী সংসদকেই এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার থাকতে হবে। ফলে একটি নির্ধারিত কমিটি নয়, পুরো সংসদের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার গঠন হওয়া উচিত বলে দাবি করে দলটি।
কমিশনের বক্তব্য
কমিশনের মতে, গঠন প্রক্রিয়ার র্যাঙ্কিং পদ্ধতিতে ক্ষমতার ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে এবং এতে রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ কম থাকবে। এ বিষয়ে কমিশনের সদস্যরা বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার গঠন হোক, যাতে সব পক্ষ সন্তুষ্ট থাকে।”
অন্য রাজনৈতিক দলগুলোর অবস্থান
যদিও বেশ কয়েকটি দল প্রস্তাবনায় সায় দিয়েছে, তবে কমিশনের ঘোষণার পর পরিষ্কার হয়ে যায়—তত্ত্বাবধায়ক পদ্ধতির পুনর্বহাল এখন আর শুধু দাবি নয়, বরং তা বাস্তবায়নের দিকেও এগোচ্ছে। তবে গঠন প্রক্রিয়ায় ভিন্নমতের বিষয়টি এখনও রাজনৈতিক সংলাপের জন্য উন্মুক্ত থাকছে।
মন্তব্য করুন